গতকাল আর আজ এর মধ্যে বিস্তর তফাত...
বেপারটা তো এমন নয় যে আপনার গোয়ালের গরু কিম্বা খামারের মুরগি জবাই করা হয়েছিল গতকাল
তাই আজ সেগুলো নেই;
মানুষ তো পয়দা হয় না গোয়ালেউ, খামারেউ;
আবার একই গোয়ালের(গর্ভের) সব মানুষ তো এক নয় - প্রতিজনেই আলাদা!
সেই আলাদা আলাদা এক এক জনের কত কত আলাদা আলাদা স্বপ্ন:
কেউ চায় বন বাদারে বেড়াতে, লাফাতে, সাতরাতে,
কেউ চায় আরো বিদেশে যেতে, শিখতে, শেখাতে;
সেই সব মানুষকে কি এত সহজে হারানো যায়?
সেই সব লাফানোর, বেড়ানোর, সাত্রানোর, শেখার, শেখানোর স্বপ্ন কি এত সহজে মারানো যায়?
আর কত বাস খাদে পর্বে?
আর কত জানাজা ভির করবে?
আর কত? আর কত? আর কত?
সব কিছুই যে আজ নিরর্থক লাগছে...
নিরর্থক সেই হামাগুড়ি, নিরর্থক সব ছোটাছুটি, নিরর্থক সব অর্থ খোজা...
এমনকি, হয়তবা, ভালবাসা আর বেদোনiউ আজ নিরর্থক!
Subscribe to:
Posts (Atom)